|
|
Helpful Links:
|
|
| |
শাহবাজ ফাউণ্ডেশন
সংক্ষিপ্ত পরিচিতি
শুরু কথাঃ
বিশ্বমানবতা আজ মহা বিপর্যয়ের মুখে নিপতিত। শান্তি চেয়ে অশান্তির অতল
গহ্বরে তলিয়ে যায়, উন্নতির দিকে ধাবিত হয়েও কঠোর দারিদ্রের কষাঘাতে
নিষ্পিষ্ঠ হতে থাকে।
জ্ঞান-বিজ্ঞানের চরম-উৎকর্ষ, তথাপি নৈতিক চরিত্রের জগতসয়লাবী মহাদুর্ভিক্ষ
। বাস্তবতা বোধে উজ্জীবিত পাশবিক প্রতিযোগিতা মানবতাকে নির্বাসনে পাঠিয়েছে।
সর্বত্র-ই-এ পাশবিক শক্তির জয় জয়কার।
কি দর্শনে কি বিজ্ঞানে প্রায় সবখানেই এ ধারা অব্যাহত।
এরই ফলশ্রুতিতে মানুষের ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় আন্তর্জাতিক
জীবনের সর্বক্ষেত্রে সৃষ্টি হয়েছে অসামঞ্জস্য অসাম্য! শান্তি, জ্ঞান ও
উন্নয়নের সম্ভাবনা হয়ে যাচ্ছে তিরোহিত। বর্তমান বিশ্বের সার্বিক অবস্থা
অত্যন্ত সংকটাপন্ন। এর থেকে পরিত্রান বা মুক্তির একটি উপায় অবশ্যই- খুঁজে
বের করতে হবে। তার সাথে সাথে প্রয়োজন হচ্ছে সময়োপযোগী ব্যবস্থা গ্রহণ করা।
কেন এ উদ্যোগঃ
সমস্যা হচ্ছে উন্নয়নের প্রধানতমঃ পূর্বশর্ত। এক বা একাধিক সমস্যা কে ভিত্তি
করে উন্নয়ন প্রক্রিয়া জন্ম লাভ করে এবং তা বিকশিত হতে থাকে । ভাবে বহুমুখী
উন্নয়ন প্রক্রিয়ার এ দীর্ঘমেয়াদী উত্থান-পতনের ফলে যা অর্জিত হয় তা
কে-ই আমরা প্রগতি বলে থাকি। প্রগতি অর্জনের ক্ষেত্রে বিভিন্ন দর্শন-মডেল
অনুশীলন করে বিশ্ববাসী তার ফলাফল অনুধাবন করতে পেরেছে।
দার্শনিক জ্ঞানে ভরপুর হয়ে গেছে জ্ঞান ভান্ডার, অথচ মানুষ হতে পারেনি মানব
শিশু, আজ ও জানতে পারেনি ব্যক্তি সত্তার সঠিক পরিচয়।
আধুনিক বিশ্বের প্রযুক্তিক অগ্রগতি সকল অসম্ভব কে সম্ভব করেছে, কিন্তু
বিশ্বকে সত্যিকার মানবমন্ডিত একজন মানুষ উপহার দিতে চরম ভাবে ব্যর্থ হয়েছে।
মানব কে খন্ডিত বিখন্ডিত করে বিশ্লেষণ করতে গিয়ে আমরা হারিয়ে ফেলেছি
অবিভাজ্য মানব সত্তাকে। ফলশ্রুতিতে যে পৃথিবী মানব সমাজের জন্য নির্দিষ্ট
ছিল তাতে মানুষরা আজ বড় সমস্যা হিসাবে চিহ্নিত হচ্ছে। মানব জীবনে সমস্যা
থাকবে এ কথা সত্য, কিন্তু পুরো জীবনের সব দিকে-ই যদি সমস্যা বিরাজমান থাকে
তবে হতাশার কথা বৈকি!
যদিও বর্তমান বিশ্ববাসী এবং আমাদের এ’দেশবাসী জনগনের জীবন এই বৈশিষ্টের
অধিকারী। এ’অবস্থাটা সৃষ্টি হয়েছে একটা দীর্ঘ বিবর্তনের ধারায় যাতে মানব
চরিত্রের একমুখী বিশ্লেষণ প্রাধান্য পেয়েছে। যার ফলে মানুষকে
বুদ্ধিবৃত্তিক হিংস্র পশুর চেয়েও অধিক বলে প্রমান করেছে। সংক্ষেপে এ হলো
আধুনিক যুগের অমানবিক জ্ঞানের বিকাশ ৷ যা সত্যিকার মানব উন্নয়নে বাধার
সৃষ্টি করেছে। বর্তমান বিশ্বে উদ্ভূত সব ধরনের সমস্যার মূলে এ'
কারণটা-ই-সবচাইতে সক্রিয় বললে বোধ হয় অত্যুক্তি হয় না ।
সমস্যা আছে এটা সবার-ই জানা । এর কারণও হয়তবা অনেকে-ই জানেন। কিন্তু
প্রতিকার বা মোকাবেলা করার উপায় কি?
এ বিষয়ে ভাববার মত যথেষ্ট মহান হৃদয়বান ব্যক্তি ও বর্তমান রয়েছেন, যদিও
প্রয়োজনীয় উদ্যোগ ব্যবস্থাপনা ও সহযোগিতার অভাবে তা বাস্তবে রূপ লাভ করতে
পারছেনা। তাই আমাদের দেশের বর্তমান দুরবস্থার কথা বিবেচনা করে, নুন্যতম
সম্ভাবনা কে পূঁজি করে হলে ও এ অবস্থা মোকাবেলার জন্য সকলকে সক্রিয় হওয়া
উচিৎ। যার যা সামর্থ আছে তা দিয়েই কাজ শুরু করার জন্য প্রস্তুতি গ্রহণ করা
দরকার। যত শীঘ্র সম্ভব, ততই মঙ্গল। নতুবা যে ধ্বংসলীলা অব্যাহত রয়েছে তা
জাতিকে আস্ত রাখবে না।
ব্যক্তি মানব সত্তা-ই হচ্ছে সমাজ তথা রাষ্ট্রের প্রাণকোষ স্বরূপ। উন্নত
ব্যক্তি সত্তা গঠনের মাধ্যমেই উন্নত জাতি গঠনের প্রচেষ্টা সফল হবে। সে জন্য
ব্যক্তি কে এমন জ্ঞানে শিক্ষিত করে তোলা উচিত যার দ্বারা ঐ ব্যক্তি সত্তা
মানবিক ও নৈতিকবোধে উজ্জীবিত হয়ে বাস্তব ক্ষেত্রে যোগ্যতম ভূমিকা পালন করতে
সক্ষম হয়। বিশ্বকর্তার জ্ঞান ভান্ডার থেকে প্রয়োজনীয় উপাদান সংগ্রহ করে
একীভূত করার ফলে যে সমাহার ঘটবে তা দিয়েই অবিভাজ্য মানব সত্তা তৈরী করার
প্রচেষ্টা চালাতে হবে, সম্ভবতঃ বর্তমান বিশ্বে উন্নয়ন তত্ত্ব বিশ্লেষণে
উদ্ভাবিত সর্বজন স্বীকৃত মানব উন্নয়ন (human development theory)
প্রেক্ষিতে পুরো বিষয়টি বিশ্লেষণ করা যায়।
লক্ষ্যঃ
সত্যিকার মানুষ তৈরীর এক কঠিন লক্ষ্য, উদ্দেশ্যকে বাস্তবায়িত করতে আমরা
বদ্ধ পরিকর। সে নিরিখেই প্রতিষ্ঠিত হয়েছে অত্র ফাউন্ডেশন ।
যার মাধ্যমে অনুসন্ধিৎসু হৃদয়ে প্রয়োজনীয় জ্ঞান, অনুশীলন, প্রশিক্ষণ
পৌঁছিয়ে দেয়া সম্ভব হবে ইনশাআল্লাহ ।
উদ্দেশ্যঃ
ক) প্রকৃত মানবিক জ্ঞানের প্রসার,
খ) প্রয়োজনীয় পুস্তক সংগ্রহ করে জ্ঞান
অর্জনে যথাসাধ্য সাহায্য করা । গ) গবেষণার ক্ষেত্রেও সুবিধা সৃষ্টি করা ।
কর্মসূচী সমূহঃ
ক) (Shahbaz Centre for knowledge and peace) শাহবাজ জ্ঞান ও শান্তি
কেন্দ্র প্রতিষ্ঠা।
খ) পাঠাগার প্রতিষ্ঠা ও পরিচালনা।
গ) গবেষণা ও উন্নয়ন প্রক্রিয়া বাস্তবায়ন।
ঘ) প্রকাশনা ।
ইমাম প্রশিক্ষনের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে ইমাম গণকে সমাজনির্মানের
কারিগর হিসাবে কাজে লাগানো।
ঙ) বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্র/ছাত্রীদের কে মাসিক, সাপ্তাহিক
নিয়মিতভাবে ক্লাশের মাধ্যমে তাদের মানবিক ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করা।
ছ) উন্নয়ন মূলক বিভিন্ন প্রকল্প তৈরী ও বাস্তবায়নের মাধ্যমে বেকার
সমস্যার সমাধান করা।
শাহবাজ ফাউন্ডেশন গঠনঃ
সম্মানিত উদ্যোক্তাগণের সক্রিয় অংশ গ্রহণ ও সার্বিক সহযোগিতার মাধ্যমে
১৯৮৬ সালে ফাউন্ডেশন প্রতিষ্ঠাকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয় এবং
মাওলানা শাহ্বাজ মোহাম্মদ ভাগলপুরী (রঃ) এর স্মৃতিসমূহের প্রতি অশেষ
শ্রদ্ধাজ্ঞাপন করতঃ তাঁরই পরিবারভুক্ত, ধারাক্রম অনুসারে চৌদ্দতম পুরুষ
জনাব সাইয়্যেদ হোসাইন শাহবাজীকে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসাবে মনোনীত করা
হয় । তাঁর যোগ্য নেতৃত্বে স্থায়ী অফিস নির্ধারণ, কর্মকর্তা, কর্মচারী
নিয়োগের মাধ্যমে কার্য্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হয়ে আসছে। প্রয়োজনীয়
অর্থের সংস্থান, ব্যয়ের খাত নির্ধারণ, ব্যবস্থাপনা ও সার্বিক পরিচালনা
তদারকির ক্ষেত্রে উদ্যোক্তাগণের সিদ্ধান্ত-ই- প্রাথমিক পর্যায়ে কার্যকরী
হয়ে আসছে। শাহবাজ ফাউন্ডেশনের প্রথম উদ্যোগ ছিল দেশের প্রত্যন্ত অঞ্চলে
পাঠাগার প্রতিষ্ঠার মাধ্যমে মানব চেতনায় জ্ঞানের আলো প্রজ্জলিত করা।
পাঠাগারের মাধ্যমে আলোচনা সভা, সেমিনার, সিম্পোজিয়াম 13 গরীব ছাত্র/ছাত্রীদেরকে
বৃত্তি প্রদানের মাধ্যমে লেখা পড়ায় সহযোগিতা করা।
অর্থায়নঃ
আয় ব্যয়ের সঠিক হিসাব সম্বলিত পরিকল্পনা ও বাজেট প্রনয়ন করে প্রয়োজনীয়
অর্থ সংগ্রহ ও তার খাতওয়ারী ব্যয়বরাদ্দের কাজটি সম্পাদন করার জন্য
উদ্যোক্তাগণ সময়োচিত ব্যবস্থা গ্রহণ করে থাকেন ৷
আয়ের উৎসঃ
দেশী বিদেশী দান অনুদান ও আয় মূলক প্রকল্প পরিচালনার মাধ্যমে অত্র
ফাউন্ডেশনের অর্থ সংগ্রহ করা হয়।
ব্যায়ের খাত সমূহঃ
অত্র ফাউন্ডেশনের কর্মকর্তা কর্মচারীগণকে বেতন, ভাতা প্রদান সহ ব্যবস্থাপনা
ব্যয় সমূহ, মৌলিক ব্যয়ের খাত হিসাবে চিহ্নিত করা হয়।
বর্তমানে ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত তিনটি মাদ্রাসা ও সাতটি
খানক্বাহ রয়েছে।
মাদ্রাসা সমূহঃ
১. শাহবাজ একাডেমি।
২. শাহবাজীয়া নাজিবিয়া মাদ্রাসা।
৩. শাহবাজিয়া হিফজখানা।
খানক্বাহ এর জায়গা সমূহঃ
ক) কুমিল্লা,
খ) রূপগঞ্জ,
গ) পঞ্চগড়,
ঘ) রাজশাহী।
Who we are
Assalamualiakum,
The present world is
overrun by consumerism. Consumerist mentality has pervaded all facets of
life and has become call of the day. Even religion is not free from
consumerism. People are trying to quantify God's blessing in return of
rituals performed. And putting religion on a cause and effect mechanical
basis. This is diverting human attention from meekness and humble
beseeching of His grace and Mercy. On the other hand, Sufism is being
perverted and made corrupt by fakes and self-seekers. People are flocking
to 'Peers/Sheikhs/Spiritual leaders' for mundane benefit and relief, and
this is being encouraged. In this way as well, Sufism succumbs to
consumerist mentality.
In the nineteenth century there was a strong backlash to Sufism in the
Arabian peninsula and the world at large. This was in the name of
reformism. But in the long run these reformist movements have managed to
distort the very spirit of Islam. So-called Islamic
politics is being guided by and large to fulfill self-interests and
sectarian ideologies. On many instances these politicians have taken up
armed conflict as a method, bringing in immeasurable suffering to human
being instead of peace and elevation of the level of human consciousness.
In this chaotic
background of the present, it has been felt that Islam should be brought
back to its proper perspective. Suffering, subjugation and injustice
should be replaced with preaching of peace, harmony and tranquility and
ultimately elevating the level of human consciousness. This is a sure way
for the saving of the planet Earth from man-made destruction.
The
Shahbaz Center will focus on the traditional teaching of Tasawwuf and not
confine itself to a particular Silsilah or Tariqa, welcoming all to know
their true selves and thus know God. Tasawwuf is not only particular
knowledge, but also a practice and a process of elevation of consciousness
to a level uncharted. This center humbly wants to introduce academic
Sufism to the people interested.
PRESENT
STATE OF THE CENTER
This center at present is at a very early stage, 1.31 acre of land has
been procured in an area far from townships. The intention is to take away
the pupils from the hue and cry of cities and of daily mundane life, to
surrounding of nature and tranquility. It is intended, with the will of
God to expand the area by procuring adjacent lands. Planned plantation is
being made to beautify the area.
FUTURE
PLANS
With the will of God and blessing of His Prophet (sallallahu alihe
wasallam) the center envisages a dormitory for 30 persons, a library, a
prayer room, a seminar room and other services.
Energy will be obtained from solar energy and internet facilities will be
developed.
There will be a publication section and a translation section for
providing Bengali speaking people with current and classical Sufi
literature. This center will arrange lectures and seminars at the center
and elsewhere in the country. Facilities will be provided at the center
for performing seclusion.
THE
FOUNDER: SAIYED SHAHBAZI
Born and
raised in a Sufi family in Bangladesh,
Saiyed Shahbazi was appointed
as a sheikh at a young age. He soon began to question many of the
common ideas and practices of Sufism. He realized that without
proper education and knowledge of traditional Sufism and the Shari'a,
disciples of a sheikh could easily be mislead and, even worse,
fooled and abused.
Shahbazi has fought to inform the uneducated classes of the pitfalls
of modern-day Sufism. He has created this website in the continued
effort to inform people in general, and especially those interested
in Sufism, about the true nature of Islam and the beauty of Sufism
in it's original state.
Shahbazi's ultimate goal is to create a school, The Shahbaz Center,
which will teach these Islamic practices of love, peace and harmony of
mankind.
Shahbazi currently lives in Pakistan with his wife.
|
|
This site is
dedicated to Dr. Syed Khalilullah
A wonderful man who believed in the future of Shahbaz Center and donated it's land.
|
|